রংপুর

ঠাকুরগাঁওয়ে তৈরি টাইলস যাচ্ছে সারাদেশে

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২১ , ৭:৪০:৪২ প্রিন্ট সংস্করণ

আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : মোস্তাফিজুর রহমান শিমুল জেলা শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। বিএস-সি ইঞ্জিনিয়ারিং শেষ করে তিন বছর চাকরির পেছনে ছুটেছেন, সফল হননি। পাড়ি জমান প্রবাসে। কাজ করেছেন টাইলসের মাল্টিন্যাশনাল কোম্পানিতে। দেশে ফিরে অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়ে তুলেছেন টাইলসের কারখানা। এখন তিনি সফলদের একজন।

তিনি বলেন, লেখাপড়া করে শুধু চাকরির পেছনে ছুটলে চাকরিই সফলতা এনে দেবে, এমন ভাবাটা ভুল। লেখাপড়া শেষ করে নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে চাইলে অন্যভাবেও সফল হওয়া যায়। তৈরি করা যায় কর্মসংস্থান। ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকায় গড়ে তুলেছেন বøক পার্কিং টাইলসের কারখানা। ছোট পরিসরে হলেও কারখানায় উঁকি দিচ্ছে বিরাট সম্ভাবনা। বিপুল কর্মসংস্থানের সুযোগ হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। শিমুলের তৈরি টাইলস এখন নিজ জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ব্যবসা শুরুর ৮ মাসেই পাওয়া ব্যাপক সাফল্য আজ হাসি ফুটিয়েছে অনেকের মুখে। আর চাকরির পেছনে ছোটেন না শিমুল। তিনি চাকরি দিচ্ছেন।

শিমুল বলেন, ২০১১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে ৩ বছর চাকরির পেছনে ছুটেও লাভ হয়নি। এমন শিক্ষিত বেকার থাকাটাই নিজের কাছে নিজেকে বোঝা বলে মনে হচ্ছিল। তাই শেষে হতাশ হয়ে ২০১৫ সালে প্রবাসে চলে যাই। কাতারের একটি মাল্টিন্যাশনাল পার্কিং টাইলসের কোম্পানিতে চাকরি করতাম। তিনি আরও বলেন, আমি সেই টাইলসের কোম্পানিতে প্রায় ৩ বছর কাজ করেছি। খেয়াল করি যে, কারখানায় তৈরি পার্কিং টাইলসে ব্যবহৃত প্রধান কাচামাল সিমেন্ট, বালু ও নুড়ি পাথর। আমাদের দেশে তথা নিজ এলাকাতেই বেশ সহজলভ্য এই কাঁচামাল। ছোট আকারে শুরু করতে পুঁজিও তেমন লাগছে না। তখনই দেশে ফিরে এমন একটি কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেই।

শিমুল বলেন, ২০২০ সাল থেকে কারখানা দেওয়ার প্রস্তুতি শুরু করে ৩ লাখ টাকা পুঁজি নিয়ে ২০২১ এর ১ জানুয়ারিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করি পার্কিং টাইলস। নিজ জেলায় ব্যাপক সাড়া পাই। ধীরে পার্শ্ববর্তী জেলায় যাওয়া শুরু করে আমার পণ্য। তবে, এখন দেশের বিভিন্ন পান্ত থেকে অর্ডার পাচ্ছি।

শিমুলকে সরকারিভাবে সহযোগিতা করে তার কাজে উৎসাহ দেওয়া প্রয়োজন বলে জানান, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের পরিচালক মামুনুর রশিদ। তিনি বলেন, শিমুলের মাধ্যমে বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তার সফলতা অন্য তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহী করবে।

ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো. নুড়েল হক বলেন, আমরা চাই ভালো ভালো উদ্যোক্তা সৃষ্টি হোক। শিমুলের উদ্যোগ বেশ সম্ভাবনাময়। তার যে কোনো সহযোগিতায় আমরা পাশে আছি।

আরও খবর

Sponsered content

Powered by