রংপুর

ঠাকুরগাঁওয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২২ , ৭:১৯:৪২ প্রিন্ট সংস্করণ

আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে গত বছরের তুলনায় এ বছর বেড়েছে সরিষার আবাদ। হলুদের সমারোহ আর মৌমাছির কলতানে বর্তমানে সুগন্ধিময় সরিষার ক্ষেত। জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সরিষার ক্ষেত দেখে যে কারও মন মুগ্ধতায় মেতে উঠবে।কৃষি বিভাগের সূত্রমতে গত বছরের তুলনায় অনেক বেশি জমিতে এ বছর সরিষার আবাদ হয়েছে। আর ফলনও ভাল হবে বলে জানায় কৃষি বিভাগ।

আর কয়েকদিনের মধ্যেই সরিষা ক্ষেত থেকে তুলে মাড়াই শুরু করবেন কৃষকেরা । এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, এ বছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ১২ হাজার ৬৩৫ হে: জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৭১১ মেট্রিক টন। আবাদ হয়েছে ১৩ হাজার ৩৭৪ হেক্টর জমিতে। যা গত বছরে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৫শ হেক্টর। আবাদ হয়েছি ১২ হাজার ৮২৯ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৯ হাজার ২শ মেট্রিক টন।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামের কৃষক নজিবর রহমান জানান, গত বছর তিনি ৬০ শতাংশ জমিতে সরিষা করেছিলেন। দামও পেয়েছিলেন ভাল। তাই এবার বাড়িয়ে দেড় বিঘা (১৫০ শতক) জমিতে সরিষার আবাদ করেছেন।

সদর উপজেলার নারগুন ইউনিয়নের সেন্টারহাট এলাকার কৃষক সাইফুর রহমান জানান, গত বছর ২৫ শতাংশ জমিতে সরিষার আবাদ করেছিলেন, দামও পেয়েছিলেন ভাল। এবছরও তিনি বাড়িয়ে প্রায় ২ বিঘা (১শ শতক) জমিতে সরিষার আবাদ করেছেন। এর মধ্যে সরিষা ছোট থাকতেই শাক হিসেবে বিক্রি করেছেন। সরিষার ফলনও ভাল হবে বলে তিনি প্রত্যাশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, জেলায় এবার সরিষার আবাদ বেড়েছে। গত বছর সরিষার ভাল দাম পাওয়ায় কৃষকেরা সরিষা লাগিয়েছেন বেশি। এ অঞ্চলের সরিষার ব্যাপক চাহিদা রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাট বাজারে। এ অঞ্চলের সরিষা দিয়ে বিভিন্ন স্থানে ঘানির মাধ্যমে খাটি সরিষার তেল করা হয়; যার ব্যাপক চাহিদা রয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ফলন ভাল হয়ে কৃষকেরা ভাল দাম পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by