বাংলাদেশ

ঠাকুরগাঁও-জয়পুরহাটে মেয়র হলেন যারা

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ৯:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পৌরসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটে ঠাকুরগাঁওয়ের মেয়র হয়েছেন আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম বন্যা। আর জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী রাবেয়া সুলতানা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফল ঘোষনা করেন  কর্মকর্তা।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং জিলহাজ উদ্দীন আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম বন্যার নাম ঘোষণা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা পেয়েছেন ২৬ হাজার ৫০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন পাঁচ হাজার ৩৩৩ ভোট। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন এক হাজার ৬৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে ২১টি কেন্দ্রে ইভিএম মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বিজিবি, পুলিশ, ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করেছে।

পৌরসভায় মোট ৬০ হাজার ৭২৭ জন ভোটার ছিলেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দীন।

এদিকে, জয়পুরহাটের কালাই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রাবেয়া সুলতানা ৯ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী সোহেল তালুকদার পেয়েছেন ৮শ ভোট।

রাত সাড়ে ৭টায় কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও রিটার্নিং অফিসার মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ১১৯ ভোট।

কালাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১৩ হাজার ৫২৬ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৪৫১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭৫ জন।

আরও খবর

Sponsered content

Powered by