বাংলাদেশ

‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৫:০৬:৫০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ রোববার আদেশ দেন।

২০১৮ সালের ১৪ জুন ‘তৃণমূল বিএনপির’ নিবন্ধন না করার সিদ্ধান্ত সংবলিত একটি নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। নোটিশটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা।

একই বছরের ১৪ আগস্ট ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

২০১৮ সালের ৪ নভেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by