চট্টগ্রাম

নবীনগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার দায়ে জরিমানা

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৩:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ১২ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ কেজি ইলিশ মাছ এবং ৫০০ মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ ও সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যগণ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুটি আবাসিক এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল উন্মুক্ত নিলামে বিক্রয় করা হবে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কেউ মাছ ধরে বা বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by