দেশজুড়ে

ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দ নকলায় যে ভাবে ব্যায় করা হচ্ছে

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৭:৪৭:০৬ প্রিন্ট সংস্করণ

নকলা (শেরপুর)প্রতিনিধি: জেলা প্রশাসকের কার্যালয় স্মারক নং ৫১.০১.৮৯০০.০১৯.৪১.১০৯.২০৩৮ স্মারকে নকলা উপজেলায় জেলা ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা এইচএম আব্দুর রউফ নকলা উপজেলার নন সোলার খাতে ইউনিয়ন ওয়ারী বিভিন্ন ইউনিয়নে ১০টি প্রকল্প অর্থবরাদ্দ প্রদান করেন

২০১৯২০ অর্থবছরের ১ম বরাদ্দে প্রায় অর্ধকোটি টাকা কাবিখা প্রকল্প গ্রহণ করাহয় সোলার খাতে গ্রহণ করা হয় ১০ প্রকল্প অর্ধকোটি টাকা চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা ব্রিজের উভয়পাশে খুটিসহ সোলার স্টীট  লাইট স্থাপন যার ব্যায় ধরাহয় লাখ ৪১ হাজার ৭৫৫ টাকা, কিন্তু ব্রীজটি ৬শ ফুট লম্বা থাকার পরও দুই পাশে দুটি লাইট দিয়েই সমাপ্ত করা হয়েছে তাতে জনগণের কোন কাজেই আসছে না এই সোলার প্লান বা স্টীট লাইটের কার্যক্রম অথচ ব্যয় করা হয়েছে ২লাখ ৪১ হাজার টাকা

আরও খবর

Sponsered content

Powered by