খুলনা

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হল ষাটগম্বুুজ মসজিদ

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৪৭:৪২ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুুজ মসজিদ ও যাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা সুলতানার স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়। ফলে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, যাদুঘরসহ সব প্রতœস্থলে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। প্রতœতত্ত¡ অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, করোনা পরিস্থিতিতে এ বছরের ১৯ মার্চ থেকে আমাদের ষাটগম্বুজ মসজিদ, যাদুঘরসহ অন্যান্য প্রতœস্থলগুলো বন্ধ ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে আজ বুধবার থেকে আমাদের প্রতœস্থলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে আগের মত অনেক লোক একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

আরও খবর

Sponsered content

Powered by