রাজশাহী

দুপচাঁচিয়ায় আগাম জাতের আলু চাষ

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ৬:২২:৩৯ প্রিন্ট সংস্করণ

এমডি শিমুল, দুপচাঁচিয়া (বগুড়া) :

 

বগুড়ার দুপচাঁচিয়ায় আগাম জাতের আলু ক্ষেত হতে তুলতে শুরু করেছে চাষিরা। ফলন ভালো হওয়ায় চাষিরা খুশি। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার দুপচাঁচিয়া উপজেলায় ৫ হাজার ৭ শত ৭০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এর মধ্যে উফসি ও স্থানীয় জাতের আলু রয়েছে। উফসি জাতের আলুর মধ্যে গ্যানোলা, রোমানা, এস্ট্রিক্স ও স্থানীয় জাতের বটপাকড়ি, ফাটাপাকড়ি এবং তেলপাকড়ি উল্লেখযোগ্য। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের উফসি আলু চাষিরা ক্ষেত হতে তুলতে শুরু করেছে। উৎপাদনও হচ্ছে ভালো। উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামের আলু চাষি ওবায়দুল ইসলাম ও গোলাম রসূল জানান, গ্যানোলা ও এস্ট্রিক্স আগাম জাতের আলু তারা ক্ষেত হতে তুলেছেন। বিঘা প্রতি ফলন হয়েছে ৬০ মণ হতে ৬৫ মণ। আর কিছু দিন পর জমি হতে আলু তুললে ফলন আরও বেশি হতো। এ ফলনে তারা খুশি। তারা আরও জানান, এ জাতীয় আলু চাষ করলে অন্যান্য আলুর চেয়ে আগে এটি ক্ষেত হতে তোলা যায় এবং সঠিক সময়ে বোরো ধানও রোপণ করা যায়। ফলনও অন্যান্য আলুর চেয়ে বেশি হয়ে থাকে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে আগাম জাতের এ আলু ২০ টাকা হতে ২৫ টাকা কেজি দরে কেনা বেচা করতে দেখা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, উফসি জাতের আলু উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে চাষ করে চাষিরা। আলু গাছের বয়স পরিপূর্ণ না হওয়ায় এ সময় আলু ক্ষেত হতে তোালায় ফলন কিছুটা কম হলেও সঠিক সময়ে রোপণ করে নিয়মিত পরিচর্যা করে পরিপূর্ণ অবস্থায় (গাছের বয়স বেশি হলে) আলু তুললে উৎপাদন বিঘা প্রতি ৮০ থেকে ৯০ মণ পর্যন্ত হয়ে থাকে।

আরও খবর

Sponsered content

Powered by