চট্টগ্রাম

দেবিদ্বারে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৪ , ৭:৫০:১৭ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে নির্মাণাধীন ৫ তলা ভবনের দেয়াল ধসে দেয়ালের চাপায় এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেবীদ্বার নিউমার্কেট চান্দিনা রোডের মাথায় ‘হলি ল্যাব ডায়াগনিস্ট সেন্টারের’ পাশে নির্মাণাধীন ৫ তলা মোল্লা মার্কেটে ভবন নির্মাণে কাজ করার সময় দেয়াল ধসে ওই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবু তাহের নামে এক নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) তার আরো ৪/৫ জন সহকর্মী নিয়ে ভবনের কাজ করার সময় নিচতলা ভবনের দেয়ালের অংশ ধসে পরলে ওই দেয়ালের নিচে চাপা পড়ে আটকে যান। তখন ঘটনাস্থল কোন বৈদ্যুতিক আলো ছিল না। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবন মালিকের ভাতিজা রনি মোল্লা জানান, তিনি ইফতারের পর ঘটনাস্থল কাজ পরিদর্শন করতে গিয়ে সূর চিৎকার শুনে স্থানীয় লোকজন নিয়ে সাবল হাতুরি দিয়ে দেয়াল ভেঙ্গে আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার সাথের লোকদের জিজ্ঞাসা করলে রাতে কেন কাজ করতে এসেছে ? তখন তারা জানান, কন্ট্রাক্টে কাজ নিয়েছি, যত তাড়াতড়ি কাজ শেষ করতে পারি তার জন্য কাজ করছিলাম।

নিহত আবু তাহের(৪৫) উপজেলার বাকসার গ্রামের ফজর আলীর পুত্র। আবু তাহের স্বপরিবারে দেবীদ্বার মোহনা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থেকে রাজ মিস্ত্রির কাজ করতেন। নিহত আবু তাহেরের নিকট আত্মীয় সুরুজ মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান। রাতেই আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ভবন মালিক হাজী বশির উল্লাহ মোল্লা জানান, আমি আমার ভবন নির্মাণের দায়িত্ব কন্ট্রাক্টে বানিয়া পাড়ার হুমায়ুন কবিরের নিকট হস্তান্তর করি। সমস্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব হুমায়ুন কবিরের।

নিহত আবু তাহের ইফতারের পূর্বে কাজ শেষে শ্রমিকদের পারিশ্রমিক দিতে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে চলে যায়, পরে শুনি দেয়াল ধসে দুর্ঘটনায় সে মারা যায়। এ ব্যাপারে ভবন নির্মাণ ঠিকাদার হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

সোমবার রাত ৯টায় দেবীদ্বার থানায় ফোনে কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি, তবে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তাছলিমা আক্তার জানান, দেয়াল ধসে কোন লোক মারা গেছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি, তবে সাংবাদিকদের ফোনে সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মাহবুবকে ঘটনাস্থল পাঠিয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by