বরিশাল

ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে হচ্ছে ভোটগ্রহন

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ৩:৪৯:০৪ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি:

তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনের মধ্যে পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায়ও ৩০ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় সরগরম ছিল স্বরূপকাঠি পৌর সভার নির্বাচনী মাঠ। ঠিক একইভাবে ভোটের মাঠেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ ভোটারদেও দীর্ঘ লাইন দেখা গেছে। আইন শৃংখলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৬ জন, ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩৮ জন এবং ৩ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ (ধানের শীষ), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মো. আবুল কালাম আজাদ (নারিকেল গাছ),সতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান (মোবাইল ফোন), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শিশির কর্মকার (জগ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের লড়াই করছেন। ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম মন্টুর মৃত্যুর কারণে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করেছে জেলা নির্বাচন অফিস। পিরোজপুরের জেলা প্রশাষক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম খাঁন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।

আরও খবর

Sponsered content

Powered by