দেশজুড়ে

দেবীগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৭:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ

দেবীগঞ্জ (প গড়) প্রতিনিধি : দেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় প গড় জেলার দেবীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস দূর্যোগ সময়ে ৮৬ জন গ্রাম পুলিশকে উৎসাহ ভাতা প্রদান করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) উপজেলার ১০টি ইউনিয়নে ৮৬ জন গ্রাম পুলিশকে ৬০০ টাকা হারে প্রত্যেককে করোনা ভাইরাস দূর্যোগে সামাজিক দূরত্ব নিশ্চিত করে উৎসাহ ভাতা প্রদান করা হয়ছে। উপজেলার দশটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রণব কুমার দেব সিংহ উপস্থিত থেকে বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় এ উৎসাহ ভাতা প্রদান করে। উপজেলা সমন্বয়ক্রাী বলেন গ্রাম আদালত অল্প খরচে, স্বল্প সময়ে অতি সহজে মামলা নিষ্পত্তি করে আসছে। তাই করোনা ভাইরাস দূর্যোগে গ্রাম আদালত প্রকল্পের মাধ্যমে এই সামান্য আর্থিক সহযোগিতা গ্রাম পুলিশদের কাজে উৎসাহ যোগাবে বলে তিনি আশা করেন।

আরও খবর

Sponsered content

Powered by