রাজশাহী

ধুনটে সচেতনতামূলক ক্যাম্পেইন

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২০ , ৪:৪৭:৪১ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে বগুড়ার ধুনটে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধুনট বাজারের বিভিন্ন সড়কে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে ক্যাম্পেইনে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পপি রানী পোদ্দার, সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল্লা আল রনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্র্মকর্তা ডা. হাসানুল হাসিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by