দেশজুড়ে

নবীনগর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৫:০৪:০৯ প্রিন্ট সংস্করণ

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন কাপড়ে দোকান এবং শপিংমলে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ক্রয়বিক্রয় অব্যাহত রেখেছে কিন্তু সরকারি সিদ্ধান্ত অমান্য করে ক্রেতা এবং বিক্রেতাগন তাদের ক্রয়বিক্রয় করে আসছে, সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়বিক্রয় করার কথা রযয়েছে, প্রত্যেক দোকানদারের নিকট হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভ , মাক্স এবং হাত ধৌত করার সরঞ্জামাদি রাখার নির্দেশনা রয়েছে

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার যে বিধান রয়েছে তা অমান্য করার কারনে নবীনগর বাজারের সালাম রোড, নিরিবিলি মার্কেট এবং সমবায় মার্কেটের বিভিন্ন দোকানদারদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৪,৫০০ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান

যতগুলো দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে প্রত্যেক গুলো দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সকল দোকানদার দেরকে সতর্ক করে দেওয়া হয় যেন আগামীতে সামাজিক নিরাপত্তা বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা হয়, উপজেলা নির্বাহি অফিসার বলেন ভবিষ্যতেও ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে এই মহামারী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সমগ্র নবীনগরে দিনরাত জীবনের ঝুঁকি নিযয়ে অঅক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  সহকারী কমিশনার (ভূমি)

আরও খবর

Sponsered content

Powered by