রংপুর

ডোমারে ১৮ বীরাঙ্গনাকে সহায়তা প্রদান

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ৬:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডোমারে ১৮ বীরাঙ্গনার মাঝে ১০ কেজি চাল ও অর্থ বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

শনিবার সকালে চিকনমাটী ধনীপাড়া শহীদ মিজান ও আ. বারী স্মৃতি পাঠাগার চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ডোমার ও ডিমলা উপজেলার মোট ১৮ জন বীরাঙ্গনার মাঝে এই সহায়তার প্যাকেজ তুলে দেন সংগঠনের আয়োজকরা।

শহীদ মিজান ও আ. বারী স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক উপ-প্রধান কর্মকর্তা (বিজেএমসি) মোস্তফা আওরঙ্গজেব করিমের সভাপতিত্বে এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডোমার উপজেলা শাখার আহবায়ক আল-আমিন রহমান, ডোমার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি রবিউল হক রতন, সাখাওয়াত আমিন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by