রাজশাহী

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং

  প্রতিনিধি ২৬ মে ২০২২ , ৮:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের মৌসুমী শ্রমিক ও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধ, ঝুঁকি ভাতা, বিভাগীয় পদন্নতি প্রদানসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও গেট মিটিং (ফটক সভা) করেছে শ্রমিক-কর্মচারীরা।

সকাল ১০টায় নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে গেট মিটিংয়ে বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সমীর কুমার পাল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান ইউরেন্স, নাহিদুজ্জামান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে, বন্ধ চিনিকল সমুহ চালু করাসহ চিনিশিল্পকে দুর্নীতিমুক্ত করার দাবিও জানান।

আরও খবর

Sponsered content

Powered by