দেশজুড়ে

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৪:০৯:০৪ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্যরা।সংগঠনের রানাপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে শতাধিক দুস্থ মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একইদিন নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায়ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃকাওসার হোসাইন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মোঃ পলাশ হাওলাদার, এস.আর সোহেল, সোহেল রানা, সদস্য গাজী আরিফুর রহমান, আরিফুর রহমান আরিফ, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা মোঃ রিয়াজুল ইসলাম, আহ্বায়ক মোঃসুজন খলিফা, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান, নাচনমহল ইউনিয়ন শাখার উপদেষ্টা আলামিন ঢালী, সদস্য সচিব মোঃকামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে শুরু থেকেই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। ঈদের ঠিক আগমুহূর্তে ঈদ সামগ্রী পেয়ে কর্মহীন অসহায় মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করে।

সংগঠনের আহ্বায়ক অ্যাড. মো. কাওসার হোসাইন বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে সামান্য ঈদ উপহার দিয়েছি। করোনা পরিস্থিতির শুরু থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে কর্মহীন অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by