প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৬:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় উৎসব মুখর পরিবেশে নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সিংড়া পৌরসভার কমিউনিটি সেন্টারে বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও বিআরডিবির উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. বুলবুল হাসান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম বাদল।
সভাপতি পদে মো. ওবায়দুল ইসলাম রতন চেয়ার প্রতীকে ৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক সভাপতি আব্দুল আলীম গরুর গাড়ী প্রতীকে পান ২৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সাত্তার মাছ প্রতীকে ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী মো. ইউসুব সরদার ট্রাক প্রতীকে পান ২৩৯ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. মকুল হোসেন, সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আল আমিন হোসেন, অর্থ সম্পাদক পদে মিজান মাহমুদ দুলাল, সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুর রহমান শাহিন, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, সড়ক সম্পাদক পদে সুজন আলী, প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম রবি নির্বাচিত হন এবং কার্যকরী সদস্য পদে রনি মন্ডল, জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।