দেশজুড়ে

নান্দাইলে বারি সরিষা ১৪ বীজ বিতরণ

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৩ , ৫:২২:১৮ প্রিন্ট সংস্করণ

নান্দাইলে বারি সরিষা ১৪ বীজ বিতরণ

স্বল্প মেয়াদী ও উচ্চফলনশীল বারি সরিষা -১৪ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার  ৫ শত মতো কৃষকের মাঝে বীজ বিতরণ ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বারি অঙ্গ) এর অর্থায়নে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সরেজমিন গবেষণা বিভাগ বারি ময়মনসিংহের আয়োজনে বীজ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), ডিএই, ময়মনসিংহ কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে বীজ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক,বারি ড. ফেরদৌসী বেগম, সিএসও,বারি ড. মো: মাজহারুল আনোয়ার।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।

আরও খবর

Sponsered content

Powered by