বাংলাদেশ

নিত্যপণ্যের দাম নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৫:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ডলারের ভ্যালু (মূল্য) যত দিন পর্যন্ত ঠিক হবে না, তত দিন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে না। পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার দুপুরে তিন দিনের সফরে রংপুরে এসে ডায়াবেটিস সমিতির একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজানে আটটি জরুরি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অন্য ব্যবসায়ীদের ক্ষতি হবার কোনো কারণ নেই

বাণিজ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সুযোগের ফলে অস্থির নিত্যপণ্যের বাজারে সহায়ক হিসেবে কাজ করবে। আপাতত পণ্যের বাজারে সুখবর না থাকলেও রোজায় পরিস্থিতি স্বভাবিক করার চেষ্টা করবে বাণিজ্যমন্ত্রণালয় বলেও জানান টিপু মুনশি।

টিপু মুনশি বলেন, আপাতত পণ্যের বাজারে সুখবর না থাকলেও রোজায় পরিস্থিতি স্বভাবিক করার চেষ্টা করবে বাণিজ্যমন্ত্রণালয়। বিশ্বমন্দা অর্থনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানকে গুরুত্ব দিতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by