আন্তর্জাতিক

নোবেল পুরস্কারের জন্য এবার নেতানিয়াহুর নাম প্রস্তাব

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২০ , ১১:৪৪:৪৭ প্রিন্ট সংস্করণ

এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ইতালীয় সংসদ সদস্য পাওলো গ্রিমোলদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর নোবেল পুরস্কারের তার নাম প্রস্তাব করা হয়।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরাইলের সম্পর্কোন্নয়ন চুক্তি করায় নেতানিয়াহুকে এ মনোনয়ন দেওয়া হয়। একই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

নোবেল শান্তি পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন ইতালির অ্যান্টি-মাইগ্রেন্ট লিগ পার্টির সদস্য গ্রিমোলদি। তিনি ইসরায়েলিদের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বহুবার ইসরায়েল সফরে গিয়েছেন। যদিও নেতানিয়াহুর সঙ্গে তার কখনও সাক্ষাৎ হয়নি। এক টুইট পোস্টে এ তথ্য নিশ্চিত করেন গ্রিমোলদি। টুইটে তিনি বলেন, ‘এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেছি। সেটি নোবেল কমিটি গ্রহণ করেছে বলে আমি নিশ্চিত হয়েছি।’

জেরুজালেম পোস্ট জানিয়েছে, নোবেল কমিটিকে দেওয়া প্রস্তাবে গ্রিমোলদি দাবি করেছেন, আমিরাত-বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি ছাড়াও সৌদি আরবের সঙ্গে বন্ধন সুদৃঢ় করেছেন নেতানিয়াহু। এজন্য শান্তিতে তার নোবেল পুরস্কার পাওয়া উচিত।

Powered by