রংপুর

পঞ্চগড়ে পোকামাকড় দমন প্রশিক্ষণ

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ৪:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি :

বাংলাদেশের উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের  নিমিত্তে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রী কলেজের হলরুমে ক্ষুদ্র চা চাষিদের জন্য ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ মডেলে ‘চা আবাদিতে পাতা চয়ন ও পোকামাকড় দমন’ বিষয়ক হাতেকলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক, বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহম্মদ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।

বক্তারা ক্ষুদ্র চা চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ উপায়ে চা চাষাবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ৭০ জন ক্ষুদ্র সফল ও আগ্রহী চা চাষি অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র চা চাষিরা সময়মত সঠিক পদ্ধতিতে গুণগতমান সম্পন্ন পাতা চয়ন ও পোকামাকড় দমন করতে সক্ষম হবে। ফলে উত্তরবঙ্গের ক্ষুদ্র পর্যায়ে চা চাষের এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content

Powered by