বরিশাল

পটুয়াখালীতে বঙ্গবন্ধুর উপর নির্মিত নাটক ‘স্ফুলিঙ্গ’ উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৯:১৬:০২ প্রিন্ট সংস্করণ

 

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উপর নির্মিত নাটক ‘স্ফুলিঙ্গ’ মঞ্চায়ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উপর নির্মিত নাটক ‘স্ফুলিঙ্গের’ উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠানে আতরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সুন্দরম সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, আবৃত্তি মঞ্চ পটুয়াখালীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, সাংস্কৃতিক ব্যাক্তি গাজী টারজন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কাজী মোঃ কামরুজ্জামান প্রমুখ।

নাটকটি রচনায় ছিলেন রঞ্জন মল্লিক ও নির্দেশনা দিয়েছেন সুজয় চক্রবর্ত্তী।

সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। এসময় তরুন নাট্য নির্দেশক সুজয় চক্রবর্ত্তীর ভূয়সী প্রশংসায় করেন উপস্থিত সকল নাট্যজন ও দর্শকবৃন্দ।

পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত নাটকটি নতুন প্রজন্মের কাছে সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে। নাটকের নির্দেশক নাটকটিকে অতন্ত সুন্দর ভাবে নির্দেশনা দিয়েছেন।
নাটকটির সাথে যুক্ত কলা কুশলীরাও অসাধারন অভিনয় করেছেন। সফল নির্দেশনার ফলেই নাটকটির নাম স্ফুলিঙ্গর ন্যায় নাটকটিও স্ফুলিঙ্গেরমত ফুটে উঠেছে।

আরও খবর

Sponsered content

Powered by