রাজশাহী

বাগাতিপাড়ায় বন্ধুমহলের মিলনমেলা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ৫:৪৫:২০ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

“এসো মিলি আপন ভুবনে মিলনের উৎসবে, এক হয়ে যাই মোরা ভালোবাসার বন্ধনে” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় প্রথমবারের মত বন্ধুমহলের মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) সারা দিনব্যাপি বন্ধুমহলের আয়োজনে উপজেলার দয়ারামপুরের বকুল কনভেনশন হলে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাগাতিপাড়ার এসএসসি ব্যাচ ২০১০ এবং এইচএসসি ব্যাচ ২০১৩ এর বন্ধুদের অংশগ্রহণে মিলনমেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বন্ধুদের মিলনমেলায় ফুল দিয়ে বরণ, বন্ধুদের পরিচিতি, কেক কাটা, নাস্তা, দুপুরের খাবার, শৈশবের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, লটারিসহ নানা রকম আনন্দ উৎসব ও ফটোসেশনসহ সকল বন্ধুদের উপস্থিতিতে এক অনাড়ম্বর ও আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বন্ধুমহল মিলনমেলা সম্পর্কে জানতে চাইলে গ্রুপ এডমিন আরিফুর রহমান পরাগ বলেন, আমরা বাগাতিপাড়া উপজেলার যারা এসএসসি-২০১০ এবং এইচএসসি ২০১৩ সালে লেখাপড়া করেছি তাদের সকলকে একটি প্লাটফর্মে এনে বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করে দেশের ও দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই, পাশাপাশি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য মৌলিক চাহিদা পূরণে, আমাদের সকলের সস্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের বন্ধুদের অবস্থান থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত একটি সেতু বন্ধন তৈরী করার জন্য বন্ধুদের মিলন মেলার আয়োজন করেছি। অনুষ্ঠানের আরেক সদস্য আবদুল্লাহ-আল-অনিক বলেন, আমাদের বন্ধুদের অনেকের সাথে কয়েক বছর পরে দেখা হয়ে আমরা সকলেই খুব আনন্দিত, আমরা বন্ধুরা ভ্রাতৃত্বের মাধ্যমে সবাই এক থেকে ভালো কাজের মাধ্যমে সমাজের জন্য সুন্দর কিছু উপহার দিতে পারবো, আর আমরা সেই চেষ্টাই করে যাবো। আরেক সদস্য তাপস বলেন, আমরা বন্ধুরা অনেক আগে থেকেই এক সাথে একত্রিত হওয়ার কথা ভাবছিলাম, করোনাকালীন পরিস্থিতির জন্য সম্ভব হয়নি, তবে আজ সেটি সম্ভব হওয়াতে আমরা সকলে খুবই আনন্দিত।

আরও খবর

Sponsered content

Powered by