দেশজুড়ে

পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ত্রান বিতরণ

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৬:৩৫:২৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় চলছে কঠোর লকডাউন এই অবস্থায় কর্মহীন পটুয়াখালী সদর উপজেলার অন্তর্গত ৩টি আবাসনে ৩৭০ টি পরিবারের মাঝে জেলা পরিষদের উদ্যোগে মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শনিবার বেলা ১১ থেকে শুরু করে বেলা ১টা পর্যন্ত সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ২টি আবাসনে এবং জৈনকাঠী ইউনিয়নের ১টি আবাসনের ৩৭০ টি পবিবারের প্রত্যেক ঘরে ঘরে খাদ্য সামগ্রী ত্রান চাল, ডাল, আলু পৌছে দেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. খলিলুর রহমান মোহন মিয়া। এ সময়ে এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এ্যাড. সহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সালমা জাহান, মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিলন মাঝি, জৈনকাঠী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ফিরোজ আলম ও জেলা পরিষদ চেয়ারম্যান পুত্র মোঃ তাহের রহমান বিজয় প্রমুখ।  ত্রান সামগ্রী বিতরন কালে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান বলেন, সকলে সামাজিক দূরত্ব মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সাহায্য করুন। সরকারি ভাবে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ আছে। কোন পরিবার না খেয়ে থাকবে না। খাদ্য সামগ্রীর কোনো সংকট নেই। কেউ বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না। যেসব ঘরে খাবার থাকবে না, সে সব ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by