রংপুর

ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

  প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ৭:১২:৪৮ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এ কার্যালয়ের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো. আব্দুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোর্তুজা, অফিসার ইনচার্জ (অপারেশন) নাজমুল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সৈয়দ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোকসেদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান প্রমুখ।
ইউনিয়ন পরিষদের একটি রুমকে বিটি পুলিশিং কার্যালয় হিসেবে উদ্বোধন করে সদর থানার এসআই বাবুল ইসলামকে বিট ইনচার্জ ও এএসআই সাইফুল ইসলামকে সহকারী বিট ইনচার্জ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। সপ্তাহে ২ দিন ২ ঘন্টা করে সংশ্লিষ্ট অফিসারগণ ওই ইউনিয়নের জনসাধারণের বিভিন্ন সমস্যার বিষয় দেখবেন বলে জানানো হয়।

আরও খবর

Sponsered content

Powered by