রংপুর

পল্লীশ্রীর আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

  প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ৭:৪৯:৩৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেছেন, সবাই মিলে অল্প বয়সে বিবাহিত কিশোরী, অবিবাহিত কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস করায় সোচ্চার হই, যেন তারা নিজের জীবন পরিবর্তনে ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিবাহিত কিশোরী, কিশোর-কিশোরী ও তরুন-তরুনীরা সমান ভুমিকা রাখবে।

বৃহস্পতিবার পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে ‘বিবাহিত কিশোরী, কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতকরণে কমিউনিটির জনগণ এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সক্ষমতা উন্নয়ন’ প্রকল্পের সৌজন্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট নারী নেত্রী জিনাত আরা চৌধুরী মিলি, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, ব্র্যাক ইউনিভারসিটির প্রতিনিধি তাসফিয়া জলিল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম ও ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ হাওলাদার। স্বাগত এবং সঞ্চালকের ভূমিকা পালন করেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার।

 

 

আরও খবর

Sponsered content

Powered by