রাজশাহী

পাঁচবিবিতে সিআইজিদের প্রশিক্ষণ

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৪:০৯:০৪ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে লিডারশীপ ট্রেনিং ফর নিউ সিআইজি লিডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে মহীপুর মৎস্য খামার চত্বরে উপজেলার ৪০ জন সিআইজিদের অংশগ্রহনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। মৎস্য খাতকে আরো একধাপ এগিয়ে নেওয়ার লক্ষে সিআইজিদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক তোফাজ উদ্দিন তাঁর বক্তব্যে জানান। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক শাহিনুর আলম, জেলা কর্মকর্তা সরদার মহীউদ্দিন, সিনিয়র উপজেলা কর্মকর্তা মো. নূর-নবী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারি কর্মকর্তা মকছেদ আলী, ক্ষেত্র সহকারি নিয়ামুল হক নাজিম ও সাজেদুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by