বরিশাল

পাথরঘাটায় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন শুরু

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটায় ১৪ বছর পর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়। এর আগে ২০০৮ সালে উপজেলার সাত ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এ কর্মী সম্মেলনে রায়হান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মতিউর রহমান মোল্লা, সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সাত ইউনিয়নের বিএনপিকে পূর্ণ সংগঠিত করার জন্য ইউনিয়ন সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে ইউনিয়নে কমিটি গঠন করা হবে। এ কমিটিতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে অংশ নেয়া ত্যাগি নেতাদের মুল্যায়ন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by