ঢাকা

পাংশায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ঝটিকা অভিযান

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৮:৫৭:৩৫ প্রিন্ট সংস্করণ

পাংশা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বুধবার (৬ এপ্রিল) জেলা ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসন যৌথ অভিযানের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী’র নেতৃত্ত্বে ভ্রাম্যমান আদালত পাংশা বাজারের বিভিন্ন মুদি দোকান, ঔষধের দোকান, মিষ্টির দোকান সহ কাঁচা বাজারে অভিযান চালান।
এ সময় বেশি মূল্যে সোয়াবিন তেল বিক্রি, মূল্য তালিকা না টাঙ্গানো, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, অসাস্থ্যকর পরিবেশে দধি-মিষ্টি বিক্রি করা সহ বিভিন্ন অপরাধে ১৩ টা মামলার মাধ্যমে অপরাধিদের মোট ৪১ হাজার টাকা জড়িমানা করেন।

ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রমে যুক্ত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান। সেনেটারি ইনেস্পেক্টর তৈয়বুর রহমান প্রমূখ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আমরা অভিযান পরিচালনা করছি। সরকার নির্ধারিত মূল্যে পন্য সামগ্রী বিক্রি না করে অতিরিক্ত মূল্য নিলে আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহন করছি। এ অভিযান চলমান থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by