বাংলাদেশ

‘পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে’

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ৩:২১:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দেশ ঐতিহ্যগতভাবে বিশ্বের সেরা মানের পাট উৎপাদন করে। তাই এ পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ জুট অ‌্যাসোসিয়েশনের (বিজেএ) নেতাদের সঙ্গে আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট অ‌্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়াসহ বাংলাদেশ জুট অ‌্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় এবং পাট শিল্পের বিশ্বব্যাপী সম্প্রসারণে সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে। কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, দেশে পাটপণ্যের ব্যবহার বাড়ানো, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। তবে, কাঁচাপাট রপ্তানিতেও সরকার দেবে না।’

আরও খবর

Sponsered content

Powered by