আন্তর্জাতিক

পাসপোর্ট নিয়ে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল ইসরায়েল

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৩:৫১:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২২ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাদ কোহেন এই খবরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

এ বিষয়ে এক টুইটে গিলাদ কোহেন বলেন, দারুণ খবর! ইসরায়েলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমি বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানাই, যাতে দুই দেশের মানুষ লাভবান হয়।

প্রসঙ্গত, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। এর আগে, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। তবে পরিবর্তিত নতুন পাসপোর্টে লেখা হচ্ছে-  ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক মানের পাসপোর্টের স্ট্যান্ডার্ড রাখতে গিয়ে এটা করা হয়েছে।’

পাসপোর্টের লেখায় পরিবর্তন হলেও তা পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও খবর

Sponsered content

Powered by