আবহাওয়া

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ছাড়তে চট্টগ্রামে প্রশাসনের মাইকিং

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৬:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ছাড়তে চট্টগ্রামে প্রশাসনের মাইকিং

ভারী বর্ষণে চট্টগ্রামে নানা সময়ে পাহাড় ধ্বসে প্রাণিহানি ঘটেছে। টানা বৃষ্টিতে নগরের লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে গতকাল শুক্রবার (৪ আগস্ট) পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলে যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা নগরবাসীর।


এমতাবস্থায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার জন্য মাইকিং করেছে প্রশাসন ও রেডক্রিসেন্ট।


শনিবার(৫ আগস্ট) সকালে রেড ক্রিসেন্টের সদস্যরা মাইকিং শুরু করে। পরবর্তীতেপাহাড়ি এলাকায় পাহাড় ও পাহাড়েরর পাদদেশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রামে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধ্বসের আশঙ্কা করা হচ্ছে।


কয়েক দিন ধরে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। নগরের নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছে মানুষ। অবিরাম বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।


এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে ঝড়ো হওয়ার জন্য তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

আরও খবর

Sponsered content

Powered by