ঢাকা

পিপিএম পদক পেলেন পুলিশ সুপার আল-বেলী আফিফা

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ

পিপিএম পদক পেলেন পুলিশ সুপার আল-বেলী আফিফা

পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনস্ এ আয়োজিত বার্ষিক পুলিশ প্যারেডে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফাকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল)- সেবা পদক এ ভূষিত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

উক্ত প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সুপার মহোদয় আল-বেলী আফিফাকে বীরত্বসূচক পিপিএম-সেবা পদক পরিয়ে দেন। এসময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by