দেশজুড়ে

পোরশায় প্রথম আক্রান্তের করোনা জয়

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৭:১৩:৪১ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত তরিকুল ইসলাম স্ত্রী সহ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তারা দুইজন পোরশা সরকারী কলেজে স্থাপিত আইসোলেশন কেন্দ্রে ১৮দিন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের ফুল, নতুন জামাকাপড়, ফলমূল ও ১৪দিনের খাবার দিয়ে শনিবার দুপুরে বিদায় জানানো হয়। ইউএনও নাজমুল হামিদ রেজা তাদের বিদায় জানান। এসময় কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্ সহ স্বাস্থ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, তরিকুলের নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসছিল ফলে তার সংস্পর্শে থাকার কারণে তার স্ত্রী আনোয়ারা বেগমকেও আইসোলেশনে রাখা হয়েছিল। পরবর্তীতে দুইবার তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার কারনে সুস্থ বলে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাদের আগামী ১৪দিন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মধ্যে তাদের কোন উপসর্গ দেখা না দিলে তারা পুরোপুরি সুস্থ বলা যাবে।

আরও খবর

Sponsered content

Powered by