বাংলাদেশ

প্রথমবারের মতো সরাসরি তফসিল ঘোষণা করবেন সিইসি

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৩:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ

প্রথমবারের মতো সরাসরি তফসিল ঘোষণা করবেন সিইসি

দেশে প্রথম বারের মতো বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সরাসরি ঘোষণা করা হবে।

বিকাল ৫টায় নির্বাচন কমিশনের ২৬তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অতীতে রেকর্ড করা ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনাররা জাতীয় নির্বাচনের তফসিল দিলেও এবার সিইসির সেই ভাষণ বিটিভি ও বেতারে ‘সরাসরি সম্প্রচার’ করা হবে।

অতীতে কমিশন সভা শেষে ভাষণ রেকর্ড করে প্রচার করা হতো। এই প্রথমবারের মতো নির্বাচন ভবন থেকে সরাসির সম্প্রচার হব তফসিলসহ সিইসির ভাষণ।

এক প্রশ্নের জবাবে ভোটের পরিবেশ ভালো উল্লেখ করলেও রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেননি সচিব।

সংবাদ সম্মেলনে এনআইডি উইং ডিজি একেএম হুমায়ুনন কবীর, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আব্দুল বাতেন, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by