দেশজুড়ে

প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের মাধ্যমে করোনা দূর্যোগে খাদ্য উৎপাদন বাড়াতে হবে : এমপি শাওন 

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৪:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

তজমুদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনের মাধ্যমে করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। মঙ্গলবার তজুমদ্দিন উপজেলার তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিনামূল্যে মৌসুমী সবজি ও ব্রি ৪৮ ধানের বীজ ও সার বিতরণকালে তিনি একথা বলেন। পরে প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে দুস্থদের মাঝে তিনি রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, কৃষি অফিসার শওকত হোসেন প্রমুখ। 

Powered by