আন্তর্জাতিক

ফিলিপাইনে গির্জার মেঝে ধসে নিহত ১, আহত ৫৩

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:২০:১৮ প্রিন্ট সংস্করণ

ফিলিপাইনে গির্জার মেঝে ধসে নিহত ১, আহত ৫৩

ফিলিপাইনের বুলাকান প্রদেশে একটি ক্যাথলিক গির্জায় প্রার্থনা চলাকালে দ্বিতীয় তলার মেঝের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন। আজ বুধবার সেখানে ‘অ্যাশ ওয়েনসডে’র প্রার্থনা চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এএফপির খবরে বলা হয়েছে, ফিলিপাইনে ধর্মীয় ব্যস্ততম দিনগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাশ ওয়েনসডে। দেশটির লাখো মানুষ এদিন গির্জায় ভিড় করে থাকেন। 

বুলাকান প্রদেশের সান জোসে দেল মন্টে নগরীর বেসামরিক প্রতিরক্ষা প্রধান গিনা আয়সন এএফপি’কে বলেন, সেখানে এ দুর্ঘটনায় বুকে আঘাত পেয়ে ৮০ বছর বয়সী এক নারী মারা গেছেন। অপর এক কর্মকর্তা বলেন, অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।

তিনি বলেন, ম্যানিলার কাছে সান জোসে দেল মন্টে নগরীর সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেল গির্জায় এ দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন।

শহরটির দুর্যোগ কর্মকর্তা রুবেন ফরচুন বলেন, কাঠের তৈরি মেঝের ওপর ‘সম্ভবত অতিরিক্ত চাপ’ তৈরি হয়েছিল। 

মেয়র আর্থার রবস ক্ষতিগ্রস্ত গির্জাটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা ভবনটির কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখছেন।

আরও খবর

Sponsered content

Powered by