চট্টগ্রাম

ফিলিস্তিনের প্রতি চবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৪:০৪:৩৩ প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের প্রতি চবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি অবিচার অন্যায়ের প্রতিবাদ ও নির্বিচারে হত্যা বন্ধে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীরা।

রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন, বাংলাদেশ উইথ ফিলিস্তিন, ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, ফিলিস্তিন উইল বি ফ্রি’ সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এতে শিক্ষার্থীরা বলেন, আজকের সংহতি সমাবেশে উপস্থিত সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিতে হবে। সারা বিশ্বে আমাদের এ আন্দোলন ছড়িয়ে দিতে হবে। লজ্জাজনক বিষয় হচ্ছে মুসলিম বিশ্বনেতারা এখনো চুপ করে বসে আছে। ওআইসি যে কারণে তৈরি হয়েছে তার কার্যকারিতা প্রমাণেরও সময় এসেছে।

গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিব হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ, আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুরাদ হোসেন।

আরও খবর

Sponsered content

Powered by