দেশজুড়ে

ফুলবাড়িয়ায় পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্র, পাল্টে যাবে গ্রামীন চিত্র

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৬:২২:২৭ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়ায় পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্র, পাল্টে যাবে গ্রামীন চিত্র

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রাহক পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের লক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।

প্রায় ২’শ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে গৃহিত এ প্রকল্প বাস্তবায়িত হলে ফুলবাড়িয়া এলাকায় দীর্ঘদিনের লো ভোল্টেজ সমস্যা, লোড শেডিং, সামান্য ঝড়বৃষ্টিতে সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের যে ভোগান্তি চলে আসছে তা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানাগেছে, ইতোমধ্যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম প্রায় শেষের দিকে। টেন্ডারের মাধ্যমে বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে। এখন কাজ শুরুর জন্য ওয়ার্ক অর্ডারের অপেক্ষায় রয়েছে। ২’শ কোটি টাকার উন্নয়নে বিদ্যুৎ বিভাগের বিতরণ ব্যবস্থা বদলে দিবে ফুলবাড়িয়ার চিত্র।

তবে উপকেন্দ্রটি স্থাপনে কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ উদ্ধারে প্রতিবন্ধিদের ব্যবহার করে এর বিরোধীতা করলেও জেলা প্রশাসকের তদন্তে ও শুনানী অন্তে আপত্তি নাকচ করে দেওয়া হয়েছে। যা স্থানীয় সাংসদ তাঁর ডিও লেটারে উল্লেখ করেছেন। ফলে স্থাপনাটি নির্মাণে আর কোন বাঁধা নেই।

একনেক কমিটি অনুমোদিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ শীর্ষক প্রকল্পের আওতায় ফুলবাড়িয়া উপজেলায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য ফুলবাড়ীয়া উপজেলার চকরাধাকানাই (ফুলবাড়িয়া-ময়মনসিংহ রোডের পাশে) মৌজার ৬৭৭৮ ১৯৭৬ খতিয়ানের ৪০১১ ৪০১০ ৪০০৬ এবং ৪০০৫ দাগের এক একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদিত হয়।

একাধিক সচেতন বিদ্যুৎ গ্রাহক জানান, ময়মনসিংহ আকুয়া উপকেন্দ্র হতে ফুলবাড়িয়ার দুরত্ব ২৫কিলোমিটার। এর ফলে ফুলবাড়িয়ায় ভোল্টেজ লো হয়ে যায়। এতে ফুলবাড়িয়ার প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহকের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় হারুনুর রশিদ বলেন, আমাদের ফ্রিজ চলে না, ফ্যান ঠিক মতো ঘুরে না। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারি না। শুধু ল ভোল্টেজের জন্য। অনেক দিন পর আমরা অবদা (পিডিবি)’র সাব স্টেশন পেতে যাচ্ছি। দ্রুত এর বাস্তবায়ন চাই।

মো. জামাল উদ্দিন বলেন, আমরা কোন জামেলার কথা শুনতে চাই না। আমরা চাই সমস্যার সমাধান। উন্নয়নশীল দেশে উন্নয়নের কোন বিকল্প নেই।

উপকেন্দ্রটি স্থাপনে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাড. গত ১১ মার্চ একনেক কমিটির অনুমোদিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ শীর্ষক প্রকল্পের আওতায় ফুলবাড়িয়া উপজেলায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে উপজেলার চকরাধাকানাই মৌজায় ৩৩ কেভি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে এক একর ভূমি অধিগ্রহণের ২০১৮-১৯ কেইস বিভাগীয় কমিশনার কে জরুরি ভিত্তিতে সরকারের অগ্রাধিকার কার্যক্রম হিসেবে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিও লেটারের মাধ্যমে অনুরোধ করেছেন। স্থানীয়রা সব যড়যন্ত্র উপেক্ষা করে জনসার্থে বৃহৎ প্রকল্পটি বাস্তবায়নের দাবী জানিয়েছেন।

 

আরও খবর

Sponsered content

Powered by