ময়মনসিংহ

বকশীগঞ্জে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসুচির উদ্বোধন

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৪:৫২:৫৬ প্রিন্ট সংস্করণ

 

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর বকশীগঞ্জে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ শুভ উদ্বোধন করেছেনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলার ৫০৫টি কেন্দ্রে ৬০ হাজার শিশুকে এক ডোজ হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সরকারী ছুটি দিন ব্যতিত সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদেরকে ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসুুচি চলবে।

ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশ,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার নুরুল আমিন ফোরকান, আওয়ামীলীগ নেতা সাকাওয়াত হোসেন সাকা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার,ডাঃ রাকিব হাসান,ডাঃ আতিকা জেসমিন,এম.কে.এইচ মনির,ডাঃ তাহনিয়া বিনতে নাসির, ডাঃ ফাহমিদা আক্তার প্রমুখ।

টিকাদান কর্মসুচি উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী টিকাদান কর্মসুচি সফল করার আহবান জানিয়েছেন সকলের প্রতি।

আরও খবর

Sponsered content

Powered by