চট্টগ্রাম

চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৮:২০:০০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

ঢাকা সেন্ট্রাল হাসপাতালে রোগীর অনাকাঙ্খিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই জন নারী চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামে মানববন্ধন করেছে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।

সোমবার (১৭ জুলাই) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে হাসপাতালের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা শিখা, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. রাজদ্বীপ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. রুমি দাশ প্রমূখ।

মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, সেন্ট্রাল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেবল ডাক্তারদের হয়রানী আইনের পরিপন্থী। একইসাথে হাসপাতালে রোগীর অনাকাঙ্খিত মৃত্যুকে কেন্দ্র করে গ্রেপ্তার করা ডাক্তারদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by