দেশজুড়ে

ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পাহাড় কাটার সময় তিনটি স্কেভেটর জব্দ

  প্রতিনিধি ১৭ মে ২০২২ , ৮:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড সংলগ্ন পাহাড় কাটার সময় তিনটি মাটি কাটার স্কেভেটর জব্দ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম। এসময় ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে তিনটি স্কেভেটর ফেলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। মঙ্গলবার দুপরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ফৌজদারহাট-বায়েজিদ রোডের সংলগ্ন পাহাড় কাটছে। অভিযান চালানোর পর কিছুদিন পাহাড় কাটা বন্ধ থাকলেও গোপনে আবার শুরু করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, কিছু দুষ্কৃতকারী স্কেভেটর দিয়ে ফৌজদারহাট- বায়েজিদ সংযোগ সড়কের পাশ্ববর্তী পাহাড় কাটছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে তিনটি পাহাড় কাটার স্কেভেটর জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by