ঢাকা

বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের জালালাবাদে আলোচনা সভা

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:৪৬:০৫ প্রিন্ট সংস্করণ

গোপালঞ্জ জেলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ সদস উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে পবিত্র কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিনা মজিবর রহমানের বাড়িতে গত শনিবার যোহরের নামাজের পর এ অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও গ্রামীণ কৃষি অনলাইন পত্রিকার সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম তরু’র সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু। এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালগঞ্জ জেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাজিউদ্দিন খান রাজু, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আনিচুজ্জামান কালাম, ব্যবসায়ী গাউজ মিনা, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওলিয়ার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক লিটন সিকদার, ওয়ার্ড আ.লীগের সভাপতি জয়নাল আলী শেখ ফরু, ইউপি সদস্য শেখ মো. বেলায়েত হোসেন সহ ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তাঁদের পরিবারে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিমে’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় মাদ্রাসার সম্মানিত হাফেজদের দ্বারা পবিত্র কুরআনের একাধিক খতম শেষ করে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সহ¯্রাধিক পরিবারের ঘরে ঘরে দুপুরের খাবার পৌঁছে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by