ঢাকা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৭:৩৮:০১ প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

গতকাল বুধবার (৯ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এরপর রাষ্ট্রদূত ‘৭৫ -এর ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

এসময় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারী ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার গয়েশ্বর প্রসাদ মিশরা, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো. আজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

আরও খবর

Sponsered content

Powered by