বাংলাদেশ

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৭:৩৫:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘বঙ্গবাজারসহ প্রায় ছয়টি মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগুণে ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদ উপলক্ষে তারা মালামাল দোকানে উঠিয়েছিল দেশব্যাপী বিক্রির জন্য। যদিও পুলিশ প্রশাসনের চেষ্টায় অনেকটা মালপত্র উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিতে পেরেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগুনের কারণ এখনো জানা যায়নি। আমাদের ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করার পর অগ্নিকাণ্ডের কারণ জানতে পারব।’

ডা. এনামুর বলেন, ‘অগ্নিকাণ্ডের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সমন্বয় করেছেন, পর্যবেক্ষণ করেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সেনাবাহিনী, বিমানবাহিনী, সিটি করপোরেশনসহ সব সংস্থার সদস্যদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ করবেন।’

তিনি বলেন, এরইমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি- হতাহতদের জন্য ১৫ হাজার করে টাকা এখনই দিতে হবে। বঙ্গবাজারের ব্যবসায়ীদের মধ্যে যারা আহত হয়েছে এবং ফায়ার সার্ভিসের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য টিম গঠন করা হয়েছে।’

আরও খবর

Sponsered content

Powered by