দেশজুড়ে

বরিশালে মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২১ , ১০:১৫:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশনের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ নেতা-কর্মী‌দের ওপর গু‌লি ও পু‌লিশি হামলার প্রতিবা‌দে ব‌রিশা‌লে সমা‌বেশ ক‌রে‌ছে ম‌হিলা আওয়ামী লীগ। শুক্রবার বিকে‌লে নগরীর সো‌হেল চত্বরে ব‌রিশাল জেলা ও মহানগর আওয়ামী লী‌গের কার্যাল‌য়ের সাম‌নে জেলা ও মহানগর ম‌হিলা আওয়ামী লীগ এই প্রতিবাদ সমা‌বে‌শের আয়োজন ক‌রে। সমাবেশে মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বক্তারা।

এ সময় বুধবার রাতে পুলিশের সাথে সংঘর্ষে আহত দলীয় নেতাকর্মীদের সুচিকিৎসা এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে আরো কঠিন কর্মসূচি দিয়ে দুর্বার আন্দোলন শুরু করা হবে। আমরা যে কত দূর যেতে পারি, তা আপনাদের চিন্তারও বাইরে।’

তারা আরো বলেন, ‘এটি একটি পরিকল্পিত মামলা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফাঁসাতে এ মামলা দায়ের করা হয়েছে। ইউএনওর বাসায় কেউ হামলা করেনি। বরিশাল সিটি কপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কর্মকর্তা–কর্মচারীরা গিয়েছিলেন ব্যানার-পোস্টার অপসারণে। সেখানে ইউএনওর নির্দেশে আনসার সদস্যরা গুলি চালিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেদা হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- নগর মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা, যুগ্ম সম্পাদক গায়েত্রী সরকার, জেলার সহ-সভাপতি শ্যামলী সাহা, বিসিসির সংরক্ষিত ১৯, ২০ ও ২১ কাউন্সিলর সালমা আক্তার প্রমুখ।

সমা‌বে‌শে নিগার সুলতানা হনুফা ব‌লেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে ইউএনও গু‌লি চা‌লি‌য়ে‌ছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠ‌নের নেতা-কর্মী‌দের ওপর। ওই ইউএনওর যেখা‌নে বিচার হওয়া উচিত, সেখা‌নে এখন মামলা হ‌চ্ছে সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহসহ নেতা-কর্মী‌দের বিরু‌দ্ধে। মেয়র যেখা‌নে নি‌জে আহত সেখা‌নে তার বিরু‌দ্ধে মামলা হওয়া অনেক বড় ষড়যন্ত্র। আমরা অবিল‌ম্বে এই মামলা প্রত‌্যাহার ক‌রে ইউএনওর বিচার দাবি কর‌ছি।’

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক মৃধা আক্তার উজ জামান, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মৃধা, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by