দেশজুড়ে

বাউফলে গণপিটুনিতে ডাকাত নিহত

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৮:০৭:৫৮ প্রিন্ট সংস্করণ

বাউফলে গণপিটুনিতে ডাকাত নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে তরমুজ সরবরাহকারী একটি ট্রলারে ডাকাতির  অভিযোগ  পাওয়া গেছে। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ডাকাতের মৃত্যু হয়।

এর আগে শনিবার ভোররাতে উপজেলার ধুলিয়া ইউনিয়নের কালা মিয়ার বাজার সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল একটি দ্রুতগামী ট্রলার নিয়ে তরমুজবোঝাই ট্রলারকে ধাওয়া করে। ট্রলারটি গলাচিপার চরকাজল থেকে ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। একপর্যায়ে ডাকাতরা তেঁতুলিয়া নদীর কালা মিয়ার বাজার এলাকায় গিয়ে তরমুজবোঝাই ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়।

এ সময় ডাকাতদল ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আহত এক ব্যক্তি ডাকাত সদস্যদের মধ্যে একজনকে ঝাঁপটে ধরে নদীতে ঝাঁপিয়ে পড়লে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে হামলার শিকার আহতরা ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন। স্থানীয়রা আটককৃত ওই ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ডাকাত দলের হামলায় আহতরা হলেন সহিদুল মাতুব্বর, ফিরোজ মাতুব্বর, বারেক মাতুব্বর, ফরহাদ হোসেন, হাবু পেশকার, ফয়সাল, মেহেদি ও সেলিম। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সহিদুল মাতুব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ভোর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদলের ১ সদস্য পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছে, এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তরমুজবোঝাই ট্রলারটি আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত ছেড়ে দেওয়া হবে।

আরও খবর

Sponsered content