চট্টগ্রাম

বাকিতে সিগারেট না দেওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৪ , ৫:৪৪:০৩ প্রিন্ট সংস্করণ

বাকিতে সিগারেট না দেওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট না দেওয়ায় মানিক (৩২) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানাইনগর গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক কানাইনগর গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত বাহাউদ্দিন একই বাড়ির নায়েব আলীর ছেলে।

নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান, মানিকের কাছে বাকিতে সিগারেট চায় বাহাউদ্দীন। সে দিতে অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে বাহাউদ্দীন বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে তার ভাই জালালউদ্দীনসহ দোকানে ঢুকে মানিককে জাবড়ে ধরে। এসময় বাহাউদ্দীন তার গলায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, বকেয়া টাকা নিয়ে বাহাউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাহাউদ্দিন ব্যবসায়ী মানিককে ছুরিকাঘাত করে বলে শুনেছি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত বাহাউদ্দিনকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে রয়েছে।

Powered by