রাজশাহী

বাগাতিপাড়ায় আম গাছ কেটে নেওয়ার অভিযোগ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৫:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় অন্যের জমি থেকে ৯টি আম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জুয়েল (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে । শুক্রবার রাতে বাগাতিপাড়া মডেল থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেন উপজেলার গয়লার ঘোপ গ্রামের ওবাইদুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, বাদি মাহবুবুর রহমানের চাচা গয়লার ঘোপ এলাকার ইনতাজ আলীর কাছ থেকে মাহবুবুরের খালু শ্বশুর রেজাউনুল হক ২০১২ সালে আম বাগান কারার উদ্দেশ্যে সোয়া ৮ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমিতে ৯টি আম গাছ রোপন করেছিলেন। প্রত্যেক গাছে প্রায় ৪০-৫০ কেজি করে আম ধরতো।

কিন্ত গত বৃহস্পতিবার একই ইউনিয়নের কুঠিঘোষপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জুয়েল (৪০) নামের ওই ব্যাক্তি ব্যাপারির কাছে গাছ বিক্রি করে দেয় এবং সাঙ্গ-পাঙ্গ নিয়ে আমসহ সেই গাছগুলো জমি থেকে কেটে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by