রাজশাহী

নওগাঁয় আশ্রয় প্রকল্পের খাদ্য সহায়তা

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৮:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা সংকটকালে আশ্রয় রেজিলিয়েন্স প্রকল্পের কর্মহীন-দরিদ্র সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিএমজেড এবং নেটজ বাংলাদেশের অর্থায়নে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বদলগাছি উপজেলার শেখ রাছেল মিনি স্টেডিয়াম মাঠে প্রায় ৪শ পরিবারের মাঝে এসব খাদ্য সমগ্রী তুলে দেন আশ্রয়-রেজিলিয়েন্স প্রকল্পের কর্মকর্তারা। খাদ্য সহায়তা মধ্যে রয়েছে চাল ৫০ কেজি,মসুর ডাল ৪ কেজি, আলু ১০ কেজি, তেল ২ লিটার, চিনি ২ কেজি,লবন ২ কেজি,সুজি ২ কেজি, এছাড়াও সাবান ৬ পিস,ওরস্যালইন ২ প্যাকেট,ঔষধ এবং মাস্ক বিরতণ করা হয়। এসময় সেখানে আশ্রয় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো.সাহেদুল ইসলামের সভাপত্বিতে উপস্থিত ছিলেন বিলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো.সাইদুর রহমান বেন্টু, আশ্রয় রেজিলিয়েন্স প্রকল্পের ডিজিএম হোপনা কিস্কু, সুভাষ মার্ডি, বদলগাছী ইউনিটের ম্যানেজার আশীষ কুমার রায় প্রমুখ।

Powered by